কাপ্তাই জোনে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি কাপ্তাই সেনা জোনের আওতাধীন কাপ্তাই জোন সদর, রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সাবজোনে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার (২৪ এপ্রিল)। উক্ত হেডম্যান ও কারবারী সম্মেলনে কাপ্তাই জোন (কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের আড়াছড়ি, চাকুয়া পাড়া, কলাবুনীয়া, রাজস্থলী ও বাঙ্গালহালিয়া) এলাকার সকল মৌজার হেডম্যান এবং কারবারীগণ উপস্থিত ছিলেন। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পিএসসি কাপ্তাই জোন সদর এলাকায় উপস্থিত হেডম্যান, কারবারীদের সাথে মতবিনিময় করেন। এসময় কাপ্তাই জোনের ষ্টাফ অফিসার ক্যাপ্টেন নাফিজ ইমতিয়াজ উৎস উপস্থিত ছিলেন। জোন কমান্ডার হেডম্যান কারবারীদের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে সম্মেলন শুরু করেন। মতবিনিময় সভায় জোন কমান্ডার হেডম্যান কারবারীদের উদ্দেশ্যে বলেন, কাপ্তাই সেনা জোন সব সময় সম্প্রীতি ও শান্তির পক্ষে রয়েছে। সেনাবাহিনী সর্বদা আইন-শৃংখলা রক্ষায় এবং যে কোন প্রতিকূল অবস্থায় আপনাদের পাশে থেকে কাজ করবে। তবে, আপনাদের এলাকায় যে সকল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দল এলাকার সাধারন মানুষের কষ্টার্জিত জীবিকা নির্বাহের অর্থের উপর চাঁদাবাজী করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, তাদেরকে তিনি বয়কট করার আহবান জানান। জোন কনান্ডার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান এবং সেনাবাহিনীকে সহযোগীতা করুন। কাপ্তাই সেনা জোন, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কাপ্তাই জোন কমান্ডার হেডম্যান, কারবারী সম্মেলনে সকল হেডম্যান এবং কারবারীদের এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের কাছ থেকে অবগত হন।