স্যামসাংয়ের প্রথম ফাইভজি ফোনের প্রিঅর্ডার শুরু

স্যামসাংয়ের প্রথম ফাইভজি ফোনের প্রিঅর্ডার শুরু হয়েছে।

বিশাল ব্যাটারী , বড় ডিসপ্লে ও ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করা ফোনটির দাম হাজার ডলার ছাড়িয়েছে।

ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ কিনতে চাইলে পকেট থেকে খসাতে হবে ১৩শ’ ডলার (১ লাখ ৯ হাজার টাকা)। কিস্তিতে কিনতে চাইলে ২৪ মাস ধরে ৫৪ দশমিক ১৬ টাকা দিতে হবে। ৫১২ জিবি স্টোরেজ পেতে চাইলে খরচ করতে হবে ১৪শ’ ডলার (১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা)। আগামী ১৫ মে পর্যন্ত ফোনটি প্রিঅর্ডার করা যাবে। প্রিঅর্ডার করলে ফোনটির সঙ্গে মিলবে একটি ভিআইপি কিট। এতে থাকবে হেডফোন, পাওয়ার ব্যাংক ও একটি পানির বোতল।

যুক্তরাষ্ট্রের ২০টির শহরে এই ফোন ব্যবহার করা যাবে। প্রথমে ৩০টি শহরকে ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। শেষ পর্যন্ত ফাইভজি কভারেজ পাচ্ছে ২০টি শহর। ফোনটিতে ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে প্রতিমাসে ইন্টারনেটের পেছনে ব্যয় করতে হবে নূন্যতম ৫০ ডলার।

গত ফেব্রুয়ারিতে ফোনটি বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং। ফোনটিতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির পেছনে রয়েছে চারটি ক্যামেরা। সামনে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।