কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে রাতের আঁধারে পাচারের সময় গাছভর্তি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদরে ভিত্তিতে অভিযান চালিয়ে ডাম্পার গাড়ি ও গাছ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনেশপুর বিট অফিসার মঞ্জুর মুর্শেদ জানান, গোপন সংবাদ পেয়ে রবিবার (০২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টিম নিয়ে ওই এলাকায় যাই। পরে বন বিভাগের লোকজন ফায়ার করে এগিয়ে গেলে পাচারকারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় গাছসহ গাড়িটি জব্দ করে বিট অফিসে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।