ঈদগাঁওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পুলিশের জবাবদিহিমূলক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে স্থানীয় লোকজনের পাশাপাশি জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঈদগাঁও থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান।

সেকেন্ড অফিসার মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাষ্টার আবদুল কাদের, ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক, পোকখালী ইউপি প্যানেল চেয়ারম্যান আজম খাঁন, এনসিপি নেতা তারেকুর রহমান, গন অধিকার যুব পরিষদের মনছুর আলম ও ছাত্র প্রতিনিধি হাবিব আজাদ।

এসময় মাওলানা মমতাজ আহমদ, আধুনিক হাসপাতালের ব্যবস্থাপক শাহাব উদ্দীন, এড. এসকে ফারুকী, এড. মোবারক সাঈদ প্রমুখসহ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নারী-পুরুষ মেম্বার, ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিক, কৃষক ও শ্রমিক প্রতিনিধিদের অনেকেই, মাদক সমস্যা, জুয়া, বাল্যবিয়ে, চুরি, পারিবারিক সহিংসতা, ব্যক্তি নিরাপত্তা, পুলিশের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান তার বক্তব্যে বলেন, সচেতন ও ভাল মানুষরা থানায় এলে দালালরা পালাবে। পুলিশের দ্বারা অন্যায়, অবিচার ও হয়রানির অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবধারিত, এখানে কোনো ছাড় নেই। দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কোনো অবহেলা বা গাফিলতি করতে পারবে না।

তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

ওসি মছিউর বলেন, দেশ পরিবর্তনের পথে এগিয়ে চলেছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আমরা জনগণের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা দরকার। ঈদগাঁও উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে ওসি মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এ সময় তিনি অনুষ্ঠানে উঠে আসা স্থানীয়ভাবে সমাধানযোগ্য সব সমস্যার দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন।