লেখাপড়ার কোয়ান্টিটি নয়, কোয়ালিটি বাড়াতে হবে: মুসলিম চৌধুরী

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, লেখাপড়া করে এমবিএ, বিএ পাস করে পিয়নের চাকরি করলে সে লেখাপড়ার কোনো মূল্য নেই। লেখাপড়ার কোয়ান্টিটি নয়, কোয়ালিটি বাড়াতে হবে।

তিনি নতুন চেয়ারম্যানের হাত ধরে কদলপুর আরো উন্নত ইউনিয়নে পরিণত হওয়ার আশা প্রকাশ করে বলেন, আমার গ্রাম কদলপুরে সকালে হাঁটলে তার মতো শান্তি আমি আর পাই না। গ্রাম দেখে যেমন শান্তি পাই, তেমনি স্বাস্থ্য, শিক্ষায়ও আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বপ্ন থাকলে সবকিছু সম্ভব।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাউজান কদলপুর আইডিয়াল হাই স্কুল ও গ্রীন সাইন কেজি স্কুলের উদ্যোগে কদলপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দীন আহম্মদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মফিজুল আলম চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. আখতার আলম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবতী।

স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দীন চৌধুরী। অতিথি ছিলেন অধ্যক্ষ আবদুল মালেক, সৈয়দা শামীমা আকতার সামু, সাইফুদ্দিন পারভেজ, মোবারক শাহ চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, ওমান সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি এসএম জসিম উদ্দীন, কমান্ডার হাশেম চৌধুরী, সাইফুল হক চৌধুরী, শওকত উদ্দীন, প্রকৌশলী আলাউদ্দিন চৌধুরী, জাকারিয়া চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী, হাবিবুল হক, মনছুর আলম চৌধুরী, আবু নাছের চৌধুরী, আবুল কাশেম বাবুল, সৈয়দ কামরুল আজাদ, ডা. আবদুল মান্নান চৌধুরী, জামশেদ চৌধুরী, এসএম মাকছুদুল করিম।

বক্তব্য দেন শাহজাদা এসএম মখছুদ আলম, বিশ্বজিৎ চৌধুরী, সাইফুল্লাহ আনছারী, শিক্ষক সাহেদা খানম চৌধুরী, ছৈয়দা রওশন আকতার, শিপ্রা দে, মৌলানা হাছান আলী, ফুলু তালুকদার, শামীমা আকতার, ঝর্ণা চক্রবর্তী, ফরহাদ হাসান চৌধুরী, মিজানুর রহমান, রণধন রুদ্র, বদিউল আলম, ফাতেমাতুজ জোহরা, সুমন শাহ, আবদুর রহমান, সুখি আকতার, রায়হানুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইউপি চেয়ারম্যান, ১২ ইউপি সদস্য, বিদ্যালয়ের দাতা সদস্য ও অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। শেষে নৃত্য, গান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।