বসন্তকাল

জাহেদ কায়সার

মাঘের শেষে ঝরছে পাতা
শীতের প্রকোপ শেষ,
লাগলো দোলা ফাগুনেরই
মনে মধুর রেশ।

কুহু কুহু কোকিল ডাকে
ফড়িং গাছে গাছে,
কুঞ্জবনে মৌমাছিরা
ফুলে ফুলে নাচে।

প্রজাপতি রঙিন ডানায়
যায় যে ওড়ে দূরে ,
দোয়েল কোয়েল ময়না শ্যামা
গায় যে সুরে সুরে।

কৃষ্ণচূড়ার ডালে ডালে
ফুল ফুটেছে লাল,
রূপ-লাবণ্যে অনন্য এক
এই বসন্তকাল।