কর্মীবান্ধব নেতা ছিলেন যুবদল নেতা আবু সৈয়দ চৌধুরী

আবু সৈয়দ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সাথী উদয় কুসুম বড়ুয়া

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও হাটহাজারী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মরহুম আবু সৈয়দ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও স্মরণসভা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভার কাউন্সিলার এম এ শুক্কুর এর সভাপতিত্বে আজ ১৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) হাটহাজারী ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর কাশেম, হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম কে নবী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জাকির হোসেন চেয়ারম্যান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এম. ইলিয়াছ আলী। বিএনপি নেতা আবু হানিফ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন ডিলার, মুজিবুল হক বাবুল, শফিক আহমেদ ভুট্টু, জসিম উদ্দিন সিকদার, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন তালুকদার, আবদুল করিম, আবু তাহের, মোহাম্মদ ইসলাম, আইয়ুব পাবেল, আব্দুল মাবুদ শিমুল, আনোয়ার হোসেন আনু, ফোরকান চৌধুরী, সাইফুল ইসলাম তালুকদার, মোঃ নুর উদ্দিন খান, শফিকুল ইসলাম বাবু, আবু তৈয়ব, শফিউল আজম চৌধুরী, রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন মিজান, মোহাম্মদ আনিস, আব্দুর রাজ্জাক রহিম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, মোহাম্মদ মঞ্জু, মোঃ খেফায়েত উল্ল্যাহ, মোঃ মহিবুল্লাহ, মোঃ ইকবাল, মোঃ আজগর, মোঃ সেলিম মাষ্টার, মোঃ আবদুর রশিদ, মোঃ শহিদুল, মোঃ শাহাজান, সাজ্জাদ হোসেন জনি, গাজী মোঃ সাকিব, মেহতাবুল করিম পিয়াল, নুরুন্নবী সাকিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, কর্মীবান্ধব নেতা ছিলেন প্রয়াত যুবদল নেতা আবু সৈয়দ চৌধুরী, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার ছিল। দলের এই দু:সময়ে আবু সৈয়দ চৌধুরীর মত সাহসী নেতার খুব প্রয়োজন ছিল। তার ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।