শ্রীলঙ্কায় খুলছে না সামাজিক মাধ্যম

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর দেশটিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া সামাজিক মাধ্যমগুলো এখনি খুলছে না।

ভুয়া খবর ছড়িয়ে পড়া ঠেকাতে এবং মানুষের মধ্যে অস্থিরতা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য দেশটিতে রোববার থেকেই বন্ধ করে দেওয়া হয় সামাজিক মাধ্যমগুলো।

এগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় হিসেবে ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ভাইবারসহ অন্যান্য কিছু মাধ্যম।

কিন্তু মাধ্যমগুলো কবে নাগাদ খুলে দেওয়া হবে তা জানায়নি দেশটির সরকার।

গত রোববার দেশটিতে আট স্থানে বোমা হামলার ঘটনায় তিন শতাধিক মানুষ মারা যান। আহত হন আরও অন্তত ৫০০।

এর আগেও দেশটিতে গত মার্চে সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। তখন ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ এনে ফেইসবুক বন্ধ করে দেয় দেশটির সরকার।