চোরাই গাড়ি বিক্রি করে যোগান স্ত্রী’র চিকিৎসার খরচ

চোরাই গাড়ি বিক্রি করে যোগান স্ত্রী’র চিকিৎসার খরচ।
নগরের খুলশী থানায় আটকের পর এমন তথ্য দিয়েছেন চুরির সঙ্গে জড়িত মো. আসিফ করিম রনি (২৭) নামে এক যুবক।

গ্রেফতার মো. আসিফ করিম রনি নোয়াখালী জেলার সুধারাম থানার সোনাপুর এলাকার কবির মিয়ার বাড়ির মো. রেজাউল করিমের ছেলে। তিনি নগরের খুলশী থানার টাইগারপাস শিকদারঘাটা এলাকায় বসবাস করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গত ৮ ফেব্রুয়ারি ভোর টাইগারপাস পি-ডব্লিউ কলোনীর মসজিদের সামনে একটি মিনি পিকআপ চুরি হয়। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি খুলশী থানায় মামলা করেন আবু তাহের। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মো. আসিফ করিম রনিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রনি গাড়ি চুরির বিষয়টি স্বীকার করেন। রনির তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ফকিরনিরহাট বাছা কোম্পানীর গ্যারেজ থেকে চোরাই পিকআপ গাড়ীটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, রনি জিজ্ঞাসাবাদে জানায় যে, নিজের স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার ও নিজের শখ মোটরসাইকেল ক্রয়ের টাকা যোগাড় করার জন্য গাড়ীটি চুরি করেছেন।