চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে “টেকসই শহর ও হাউজিং” বিষয়ক সেমিনার সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের হাউজিং ও সেটলমেন্ট ল্যাবের উদ্যোগে “টেকসই ভবিষ্যৎ শহর ও সবুজ নির্বাসনের ভূমিকা” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর (রবিবার), ২০২১ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম৷ স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব কানু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি অংশ নেন তাইওয়ানের চায়ং ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল ফেলো ড. নাগেন্দ্র কুমার শর্মা। এতে ভার্চুয়ালি আরও সংযুক্ত ছিলেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৈনাক ঘোষ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উর্ধ্বতন স্থপতি মো. আবদুল্লাহ ওমর। স্থাপত্য বিভাগের প্রভাষক রাহানাত আরা জাফরের সঞ্চালনায় সেমিনারে সক্রিয় আলোচনায় অংশগ্রহণ করেন বিভাগের সহকারী অধ্যাপক সজীব পাল , সহকারী অধ্যাপক বিপ্লব কান্তি বিশ্বাস, সহকারী সহকারী অধ্যাপক সারাহ বিনতে হক, সহকারী অধ্যাপক শায়লা শারমিন প্রমুখ৷ এছাড়াও বিভাগের সহকারী সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক শুভ্র দাস, সহকারী অধ্যাপক সাঈদা তাহমিনা তাসনিম, প্রভাষক জাকিয়া সুলতানা, প্রভাষক প্রাঞ্জিব পাল, বিভাগের শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান বক্তারা টেকসই উন্নয়নের ধারণা, ৩-বিএল অব সাসটেইনেবিলিটি, বর্তমান শহরের সমস্যাসমূহ, টেকসই ভবিষ্যৎ শহরের ধারণা, গ্রিন হাউজিং ধারণা, ইকো-লেবেলস অব গ্রিন হাউজিং ক্যারিয়ারস ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।