মুক্তিযোদ্বা পরিবারের উপর হামলা, আহত ২

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানের পশ্চিম বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী বীর মুক্তিযোদ্ধা স্বপন কান্তি দে” এর সন্তান রাজু দে (৪০) ও তার স্ত্রী মুন্নি দে” কে বেদম প্রহার করে মারাত্বক ভাবে আহত করে। গত ১৭ ডিসেম্বরশুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের গোপাল ডাক্তার বাড়ি সংলগ্ন দোকানের সামনে এই ঘটনা ঘটে। প্রতিবেশী মৃত নতুন দে’র ছেলে ঝন্টু দে (৫৫) তার স্ত্রী রিংকু দে (৪৮), তাদের ছেলে তরু দে (৩০) ও প্রাপ্ত দে (২২) অর্তকিত ভাবে মুক্তিযোদ্বা স্বপন কান্তি দে” এর পুত্র রাজু দে” কে লোহারি রড়, ধারালো কিরিচ, গাছের লাঠি দিয়ে আক্রমন করে। এসময়ে রাজুদে” এর শোর চিৎকার শুনে তার স্ত্রী মুন্নি দে দৌড়ে আসলে হামলাকারীরা মুন্নি দে”কে মারধর করে শ্লীলতাহানী করে। পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত স্বপন কান্তি দের ছেলে রাজু দে” অভিযোগ করে বলেন, পুর্বে ও একবার আমাকে হত্যা করার প্রচেষ্টা চালায় আমি দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় । গত ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টার সময়ে আমাকে হত্যার উদ্যোশে হামলা করে। হামলার ঘটনার সময়ে আমার শোর চিৎকার শুনে আমার স্ত্রী মুন্নি দে দৌড়ে আসলে আমার স্ত্রীর উপর ও হামলা করে । প্রতিবেশী নতুন দে’র ছেলে ঝন্টু দে (৫৫) তার স্ত্রী রিংকু দে (৪৮), তাদের ছেলে তরু দে (৩০) ও প্রাপ্ত দে (২২) এর হামলার ঘটনার সময়ে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় । এলাকার লোকজন আমাকে ও আমার স্ত্রী মুন্নি দে”কে মারাত্বক ভাবে আহত অবস্থায় উদ্বার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন । রাজু দে বর্তমানে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । এঘটনার ব্যাপারে প্রয়াত মুক্তিযোদ্বা স্বপন কান্তি দে ” এর সন্তান আহত রাজু দে বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ করেন । রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার ন্যায় বিচার পাওয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর সদয় হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার দাবী করেন বৃদ্ধা প্রয়াত স্বপন কান্তি দের ছেলে রাজু দে ও তার মা মিনা দে।