বীর চট্টলার বৈশাখী উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান সুজিত কুমার দাশ

বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে ও মিলন দেবনাথের সঞ্চালনায় বীর চট্টলার বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে বীর চট্টলার ‘বৈশাখী উৎসব’ উদযাপন পরিষদ কমিটি গঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে বীর চট্টলার ‘বৈশাখী উৎসব’ উদযাপন ও পহেলা বৈশাখে লুসাই ভবন চেরাগী পাহাড়স্থ আজাদী চত্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।এতে উপস্থিত সবার সম্মতিক্রমে সাংবাদিক সুজিত কুমার দাশকে চেয়ারম্যান ও লায়ন ডা: আর কে রুবেলকে সদস্য সচিব এবং জসিম উদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে ৫১ সদস্য বিশিষ্ঠ উদযাপন কমিটি গঠন করা হয়।

এতে কো চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, শাহ নুরুল আলম,সজল চৌধুরী, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, ডা: সুভাষ চন্দ্র সেন,সাংবাদিক কিরণ শর্মা, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এডভোকেট নিলু কান্তি দাশ নিলমনী, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য,সজল দাশ, লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ কে মনোনিত করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন ডা: জামাল উদ্দিন, বোরহান উদ্দিন গিফারী, সালাউদ্দিন লিটন, এম নুরুল হুদা চৌধুরী, ডা: বেলাল হোসেন উদয়ন, রেজা মোহাম্মদ জামশেদ, সৈয়দা শাহানারা বেগম,রুজি চৌধুরী, সমীরণ পাল, ডা: এস কে পাল সুজন, ডা: অপূর্ব ধর, রাজিব চক্রবর্তী, এস ডি জীবন প্রমুখ।