ডাক্তারদের মানবসেবায় ব্রতী হতে হবে

সাউদার্ন মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দকে মুক্তিযুদ্ধা মন্ত্রী আ.ক.ম. মুজাম্মেল হক এমপি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মুজাম্মেল হক এমপি বলেন, ডাক্তারদের
সুন্দর ব্যবহার আচার-আচরণ ও মানবসেবায় ব্রতী হয়ে সর্বস্তরের জনগণের পাশে থেকে
সুস্থ ও সুন্দর দেশ গড়ার কাজ করতে হবে। রোগীদের প্রতি আন্তরিক থেকে সিনিয়র
ডাক্তারদের নির্দেশনা মেনে চিকিৎসা চালাতে হবে। সর্বদা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে
ভালো ব্যবহার করতে হবে। কোনোভাবেই ধৈর্য্য হারানো চলবে না। তিনি আরো বলেন,
মেডিকেল ছাত্ররা রাষ্ট্রের সম্পদ। তাদের মানবিক ডাক্তার হিসেবে দেশের সেবায় নিয়োজিত
হতে হবে।

বাংলাদেশের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধে অনন্যা অবদান
রাখায় মুক্তিযুদ্ধা মন্ত্রী আ.ক.ম. মুজাম্মেল হক এমপি’কে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম
সাউদার্ন মেডিকেল কলেজ শাখার সম্মিলিত বেসরকারী চিকিৎসা বিজ্ঞান অনুষদের পক্ষ
থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত
ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের
কার্যনির্বাহী সদস্য মোঃ বিল্লাল ফারদিন, সাউদার্ন মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা
সাকিবুল ইসলাম, মিনহাজ মাহমুদ মুনির, দীপংকর নন্দী, সৌরাজ উল ইসলাম, দিদারুল
ইসলাম প্রমুখ।