ইতিহাসে মুসলিম মনিষীদের অবিস্মরণীয় অবদান রয়েছে

কামালে ইশকে মুস্তফা (দ.) ফাজিল মাদরাসার সালানা জলসা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কামালে ইশকে মুস্তফা (দ.) ফাজিল মাদরাসার সালানা জলসা গত ৬/৪/২০১৯ রোজ শনিবার মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে কাজী মোহাম্মদ আমিন উল্লাহ এর সঞ্চালনায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসাইন ম.জি.আ.। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম দোভাষ (ডলফিন)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম বোরহান উদ্দীন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, মাওলানা মুহাম্মদ ইউছুফ আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল মোমেন, মাওলানা হাফেজ মুহাম্মদ নুরুল আবছার, মাওলানা উবাইদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যথাক্রমে পীরে তরীকত, শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী, অলহাজ্ব মুহাম্মদ শাহ অলম, আলহাজ্ব মুহাম্মদ কায়কোবাদ, আলহাজ্ব মুহাম্মদ রফিকুল ইসলাম বাবলুু, মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, আলহাজ্ব আহমদ হোসাইন তারেক, আলহাজ কামরুল ইসলাম, মুহাম্মদ ওসমান ফারুকী, আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ আবদুল মালেক, মুহাম্মদ সিরাজুল মুনির মানিক, অধ্যক্ষ মাওলানা তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির ও মাদরাসার সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, কামালে ইশকে মুস্তফা (দ.) ফাজিল মাদরাসা শিক্ষার ইতিহাসে দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা চালু করেছে। যার মাধ্যমে এখনকার মাদরাসা শিক্ষিকরা সর্বক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। বক্তারা আরো বলেন, শিক্ষার ইতিহাসে মুসলিম মনিষীদের অবিস্মরণীয় অবদান রয়েছে। মাদরাসার শিক্ষিতরা যদি তাদের ইতিহাস অনুসরণ করে এগিয়ে যায় তাহলে শিক্ষার ইতিহাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত পূনরায় ফিরে আসবে।