পোস্টম্যান ও ডাক কর্মচারি ইউনিয়ন চট্টগ্রাম জিপিও জেলা শাখার সভাপতি সেকান্দর, সম্পাদক দিদার

বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জিপিও জেলা শাখার নির্বাচনে সেকান্দর হোসেন সভাপতি মোহাম্মদ দিদারুল আলম সম্পাদক এবং কানিজ ফাতেমা কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। এসব পদে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটি তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। ২৯ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম জিপিওতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দীন, সদস্য ছরওয়ার কামাল ও পারভেজ আলম স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। কমিটির নবনির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি মুছা আলম, নাছির হোসাইন, জমির উদ্দীন খাঁন, আসাদুজ্জামান শাহ, যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার, কাজী আরমান মাহমুদ, মোহাম্মদ এনাম,সহ সম্পাদক মাহাবুব আলম, কিরণ বিকাশ বড়–য়া, শশাঙ্ক প্রসাদ দাশ, মো. জামাল উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দর্পণ বড়–য়া, আনোয়ার জাবেদ, মাঈনুদ্দিন, মো. সেলিম উদ্দিন, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম, অর্থ সম্পাদক মো. ইকবাল, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পংকজ কুমার চক্রবর্ত্তী, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, যুববিষয়ক সম্পাদক আবদুল মালেক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মুবিনুল হক, প্রচার সম্পাদক মইনুল ইসলাম, আইন ও দর কষাকষি সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, কার্যকরি সদস্য মো. সাইফুল ইসলাম চৌধুরী, কালাম উল্লাহ, এসএম মঈনুল হক চৌধুরী, মোহাম্মদ আমিরুল করিম চৌধুরী এবং মোহাম্মদ বখতেয়ার হোসাইন। এ ছাড়া সংরক্ষিত তিনটি পদ রয়েছে।