আব্দুল হক চৌধুরীর অবদান অপরিমেয়

সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টল গবেষক আব্দুল হক চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ২৭ অক্টোবর বিকাল ৪টায় সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল- গবেষকের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন, শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন, “চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য- সংস্কৃতি গবেষনায় আব্দুল হক চৌধুরীর অবদান অপরিমেয়” শীর্ষক আলোচনা সভা, রচনা থেকে পাঠ প্রভৃতি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি. কে. দাশ মামুন। সংস্কৃতি বিশ্লেষক দেবব্রত দে দেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন- গবেষক আব্দুল হক চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলায়েত হোসেন, অধ্যাপক উপানন্দ মহাথের, রাজনীতিক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মুকুল শিকদার, সাংস্কৃতিক সংগঠক মো. তাজুল ইসলাম রাজু, বাগ্মী সুখময় চক্রবর্তী। গবেষক আব্দুল হক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সমাজ বিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী। আলোচনায় অংশ নেন- প্রশান্ত কুমার বড়ুয়া, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, নাট্যকর্মী মোহাম্মদ আকতার হোসেন, মিসেস রুপা রায়, আইটি এক্সপার্ট মো: রাকিব, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, ভাষ্কর পীযুষ সরকার, শিক্ষানবীশ ভাস্কর তুর্জয় রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন- জাতীয়ভাবে একুশে পদকে ভূষিত প্রয়াত আব্দুল হক চৌধুরী চট্টলতত্ত্ববিদ নামে ব্যাপকভাবে নন্দিত এক বাঙালী মনীষা। তিনি ছিলেন একজন স্বত:প্রণোদিত গবেষক ও আঞ্চলিক ইতিহাস লেখক। কর্মজীবন শুরু করেন বিদ্যালয়ে শিক্ষকতার মত মহান পেশা দিয়ে। তাঁর গবেষনা গ্রন্থরাজি পরবর্তী প্রজন্মের গবেষকদের কাছে আকড় গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বক্তারা গবেষক আব্দুল হক চৌধুরীর মৌলিক গবেষনা কর্ম একাডেমিক শিক্ষায় সিলেবাস ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবী জানান। শুরুতে আব্দুল হক চৌধুরীর জীবনী পাঠ করেন- বাচিক শিল্পী মেজবাহ চৌধুরী।
তাঁকে নিবেদন করে সঙ্গীত পরিবেশনা, গ্রন্থ থেকে পাঠে অংশ নেন- শিল্পি মুসলিম আলী জনি, ডা: শিউলী চৌধুরী, কবিয়াল সন্তোষ কুমার দে, শিল্পী সমীর চন্দ্র সেন, নাট্যকর্মী মোঃ রাশেদ, বৃষ্টি দাশ, আজগর আলী, মৈত্রী আচার্য, নাট্যকর্মী নন্দীনি দেব, স্বর্ণময়ী চক্রবর্তী, জ্যোতি শর্মা, কাজলী আক্তার প্রমুখ।