টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি করলেন মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন তিনি। দুই সেশনের খেলা শেষে তার ব্যক্তিগত স্কোর ১১৬ রান।
২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মুমিনুলের। এরপর থেকে বেশ ধারাবাহিক ব্যাটিং করেন তিনি। তার টেস্ট ক্যারিয়ারের ৮ সেঞ্চুরির চারটিই করেছেন চলতি বছর। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন মুমিনুল।
তবে মাঝের সময়টা রান খরায় ছিলেন। সেখান থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণভাবে ফর্মে ফিরেন তিনি। টেস্টে সপ্তম সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ ১৬১ রানের ইনিংসও খেলেন মুমিনুল। সেই ধারাবাহিকতায় এবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংসেই সেঞ্চুরি পেলেন তিনি।