‘ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে’

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক’ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষে গণসংযোগ ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, “দেশের মানুষ টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই দেশের বিপুলসংখ্যক মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আমি বিশ্বাস করি, তারা এবার তাদের ভোট জাতীয়তাবাদী চেতনার দল বিএনপির প্রতীক ধানের শীষ তথা কাজল ভাইকে প্রদান করবেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুচ সালাম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল, সাবেক সভাপতি আকতার উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশিদ, মোস্তফা আশরাফ, শফিউল আলম তাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।