চবি উপাচার্যের সঙ্গে পিএসসি সদস্য মো. মুনির হোসেনের এর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে উপাচার্য দপ্তরে বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২.৩০টায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারী কর্মকমিশনের (পিএসসি) সদস্য মো. মুনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারের সহযোগিতা আরও জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিকে স্বাগত জানান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। মাননীয় উপাচার্য আগত অতিথিকে নান্দনিক চবি ক্যাম্পাস ঘুরে দেখিয়েছেন। আগত অতিথি মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতামূলক কার্যক্রম অব্যহত রাখার আগ্রহ প্রকাশ করেন।