আসক ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিটি উদ্যোগে মানবাধিকার দিবস পালিত

১০ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আ.স.ক. ফাউন্ডেশন) চট্টগ্রাম বিভাগীয় জোনাল কমিটির উদ্যোগে জামালখান প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন, পথযাত্রা ও বক্তব্যের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আবদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ ভূইয়া।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন-জেল সুপারের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করা হয় যে দেশের বিভিন্ন কারাগারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং জাতীয় পর্যায়ে এখনও বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয় বারবার সামনে আসছে। সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন। সিনিয়র সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর বলেন-মব ভায়োলেন্সের মাধ্যমে নাগরিক অধিকার হরণ হচ্ছে, যা একটি উদ্বেগজনক পরিস্থিতি। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি: সুজন মল্লিক, আফতাব আলম, যুগ্ম সম্পাদক অসীম কৃষ্ণ শীল, অর্থ সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, সদস্য মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমেনা বেগম, রহিমা বেগম প্রমুখ। পথযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।