চসিক ঠিকাদার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনরে কে বি আব্দুস সাত্তার মলিনায়তনে তালকিাভূক্ত সাধারণ ঠকিাদারগণের সাথে সমিতির নেতেৃবৃেন্দর এক মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়। ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফরহাদ চৌধুরী সাবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখনে সহ-সভাপতি শামসুল আলম, আবুল কালাম, যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনকি সম্পাদক মো. নেছার আহমদ, র্অথ সম্পাদক শাহ সেলিম খালেদ, প্রচার সম্পাদক আসহাব রসুল জাহেদ, ক্রিড়া সম্পাদক মো.ফরিদুদ্দিন ফরহাদ, সাংস্কৃতকি সম্পাদক আতিকুল্লাহ, দপ্তর সম্পাদক এ.কে.এম বখতিয়ার, নির্বাহী সদস্য সর্বজনাব এস এম তৌহিদুল হক, ইফতেখার হোসেন বাবু, মো.নাছির তালুকদার, মো.আমীর উদ্দিন, মো.বেলোল হোসনে, মো.হান্নান এবং সাধারণ ঠিকাদারদের পক্ষে সর্বজনাব আজিজুল হক চৌধুরী, সৈয়দ আবু তালেব, আবুল মনচুর, মহিউদ্দিন আহমদে চৌধুরী, মো. লোকমান হোসনে, রাশেদুল আলম, খোন্দকার মুজবিুল হক, আশিষ দে, মো.মাহমুদুল হক, নজরুল ইসলাম, মো. দিদারুল আলম, মো.আফসার, মো. নাজিম উদ্দীন, মো.শহিদুল আলম প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, সাধারণ ঠিকাদারদের দীর্ঘ দিনের দাবী লাইসেন্স নবায়ন ফি কমিয়ে অন্যান্য সরকারি-আধা সরকারি প্রতষ্ঠিানরে সাথে সঙ্গতি রেখে পুনঃনর্ধিারন করা, অভিন্ন লেজার করা, একই নিয়মে বকেয়া বিল পরিশোধে যথাযথ ব্যবস্থা নেওয়ায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়া বাজারদর মূল্যায়ন র্পূবক সিডিউল পূনঃনির্ধারন করা, এল টি এম পদ্ধতিতে টিন্ডার আহ্বান করা, বকিয়া বিলের টাকাসহ ঠিকাদারদের র্স্বাথ সংশ্লিষ্ট ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। সমিতির উদ্যোগে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পবত্রি ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্তও গৃহীত হয়।