জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ৩৩ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃআগামী ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ৩৩ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রথম অধিবেশনে সকাল ৮ টায় রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদ, কবর স্হান, মসজিদ সড়ক পরিষ্কার পরিছন্নতা করা হয়। গতকাল ৮ অক্টোবর সকালে রাউজানের রশিদর পাড়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদও পাড়া শাখার উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয় ।
পরে উম্মুল আশেকীন মা সৈয়দা মুনোয়ারা বেগম (রহ.) এর স্বরনে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, মাহফিলে সভাপতিত্বে করেন শাখার সভাপতি আবদুল নবী মেম্বার সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন কদল পুর শাহ্ সুলতান জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দীন মাইজভান্ডারি, মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ মাইজভাণ্ডারী, উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ রুহুল কাদের, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, হাফেজ মুহাম্মদ কুতুবউদ্দিন, শাখার উপদেষ্টা আবদুল মান্নান, মুহাম্মদ হারুন, সহ- সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী , বাদে জুমা আশে কানে গাউসুল আজম মাইজভান্ডারি ও শাহানশাহ হক কান্ডারী এবং এলাকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তমিজ উদদীন জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম। শেষে মুসল্লীদর মাঝে তবররক বিতরণ করা হয়।