রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন শারদীয়া দুর্গা পূজাকে সামনে রেখে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনৃুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শনিবার বিকালে রাউজান রাস বিহারী ধাম প্রাঙ্গনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা জম্মাষ্টামী পষিদের সচিব তপন দে’র সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, সহ সভাপতি ডা. সুজিত দত্ত, রুনু ভট্টাচার্য, রবিদ্র লাল চৌধুরী, যুগ্ম সম্পাদক অশোক পালিত, সাংবাদিক প্রদীপ শীল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, পূজা পরিষদ নেতা উজ্জল কান্তি দাশ, মিঠু শীল, দিলীপ দে, রিগেন শীল,অনিক দাশ গুপ্ত সহ উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকগন বক্তব্য রাখেন। সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী বলেন, দুর্গোপূজার মূল লক্ষ্য মায়ের আরাধনা। স্বার্থিক পূজার মাধ্যমে বিশ্বজননী দুর্গা মায়ের কাছে প্রার্থনা করতে হবে। মনে রাখতে হবে উৎসব পড়ে, পূজা আগে। সাধারণ সম্পাদক সুমন দে বলেন, রাউজানের সাংসদ আমাদের বটবৃক্ষ। তিনি অসম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী হিসাবে রাউজানের প্রতিটি মঠ ও মন্দিরের উন্নয়নে অব