কাপ্তাই ইউএনও’র ভালবাসার দৃষ্টান্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে পরিত্যক্ত যাত্রী ছাউনিতে গত কয়েকদিন থেকে চরম অসুস্থ হয়ে পড়ে থাকা অজানা অপরিচিতা এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরের প্রতি ভালোবাসা ও মমতার হাত বাড়িয়ে দিয়ে অনন্য নজির সৃষ্টি করলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। গত বৃহস্পতিবার সকালে তিনি পরম মমতায় ওই ভবঘুরে মহিলাকে নিজ হাতে কেক, কলা ও পানি খাওয়ান। শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরে অসংখ্য পোকা পুরো শরীরে কিলবিল করছে। চরম দুর্গন্ধে কাছে যাওয়ার উপায় নেই।তারপরও এসব উপেক্ষা করে ইউএনও গেলেন মহিলার কাছে। পরে তিনি অসুস্থ ওই মহিলাকে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মী এনে পরিস্কার করে ড্রেসিং এর ব্যবস্থা করেন। তার জন্য কিনে আনে নতুন পোশাক। ইউএনও মুনতাসির জাহান জানান, প্রায়ই ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন লোকদেরকে দেখা যায়। অসুস্থ ওই মহিলার কথা শুনেই তিনি তড়িৎ সেখানে গিয়ে উপস্থিত হয়। মহিলাটি চরম কষ্টে কাতরাচ্ছে। খুব অসুস্থ হয়ে পড়েছে। তাই যতটুকু পেরেছি তার চিকিৎসার ব্যবস্থা করেছি। প্রতিদিনই তার ড্রেসিং করাতে হবে। কারণ শরীরের এমন অবস্থা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা। আর মানুষ তো মানুষের জন্যে। আসুন, সকলেই এরকম অবহেলিত মানুষ গুলোর জন্য নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের জন্য কিছু করার চেষ্টা করি।