মাস্টার ছৈয়দ আহমদ এর ইন্তেকাল

চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাঃ আখতার হোছাইন কুতুবীর পিতা মাস্টার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) ছৈয়দ আহমদ আজ ৫ সেপ্টেম্বর ২০২১ দুপুর দেড়টায় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎) “আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী”।
রাব্বানাগফিরলানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা ছাবাকুনা বিল ইমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম’ (সূরা হাশর : আয়াত ১০)
আমি স্যারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে স্যারের বাবার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।