আবুধাবীতে দুর্ঘটনায় রাউজান প্রবাসীর মৃত্যু

শফিউল আলম, রাউজানঃ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুইমাস মৃত্যুর সাথ পাঞ্জা লড়ে মো: ইকবাল হোসেন (৩৭) নামের এক রাউজানের প্রবাসীর মৃত্যু হয়েছে। (২৮ জুন) শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সাদী জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া গ্রামের
মো: সুলতানা মেম্বারের ছেলে। নিহত মো: ইকবাল হোসেনের মামতো ভাই প্রবাসী শাহাদাত হোসেন পলাশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এবিষয়ে নিহত প্রবাসীর চাচতো ভাই ব্যাংকার নরুল আজম বলেন, গত ১৫ই এপ্রিল আবুধাবি থেকে দুবাই যাচ্ছি সেই। যাওয়া পথে পিছন থেকে তাদের গাড়িতে অপর একটি গাড়ি ধাক্কা দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে শুক্রবার সকালে মৃত্যু হয়। চার ভাইয়ের মধ্যে সেই ২য় তিনি বিবাহিত জীবনে একজন সন্তান। এদিকে তাঁর মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছালে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।