ভারতের সঙ্গে ফ্লাইট চালু হচ্ছে শুক্রবার

করোনাকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিশেষ বিমান পরিষেবা ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আগামী শুক্রবার থেকে দেশটির সঙ্গে ফের ফ্লাইট চলাচলা শুরু হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া উপহারের ৩১টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এমনটাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের কাছে ভারতের উপহারগুলো হস্তান্তর করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এয়ার বাবল ফ্লাইটে যাত্রীরা ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌছাবেন। তৃতীয় কোনো বিমানবন্দরে তাদের ফ্লাইটটি বিরতি করবে না। অনুষ্ঠানে ভারতের কাছ থেকে টিকা পাওয়া না পাওয়ার বিষয়েও কথা বলেন মন্ত্রী মোমেন। তার ভাষ্যটি ছিল এমন ‘আমরা আশা করছি করোনা ভাইরাসের বাকি টিকা দেয়ার যে আশ্বাস ভারত দিয়েছে, সেটা তারা দ্রুতই পূরণ করবে। অনুষ্ঠানে টিকা প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে অভ্যন্তরীণভাবে করোনা টিকার চাহিদা মিটে যাওয়ার পর আমরা ফের রপ্তানি শুরু করব