রাউজানে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

রাউজানে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানে আলোচনা সভা, দোয়া মাহফিল, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন, ঢেউ টিন বিতরন, আর্থিক সহায়তা প্রদান করা হয় । জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন সাংসদ ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদ, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, উপজেলা ক্রীড় সংস্থা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, রাউজান থানা, রাউজান হাইওয়ে থানা, রাউজান প্রেস ক্লাব, রাউজান উপজেলা স্কাউটস। পুুস্পস্তবক অর্পন শেষে রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পরে রাউজান উপজেলা পরিষদ হলে আলেঅচনা সভা অনুষ্টিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল । রাউজান উপজেলা নির্বাহি অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন । রাউজান সরকার কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে আলোচনা সভা অনুষ্টিত হয় ।

জাতীয় শোক দিবসের দিনে রাউজানে পুকুরে বড়শী প্রতিযোগিতার আয়োজন
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ১৫ আগষ্ট রবিবার জাতীয় শোক দিবস । জাতীয় শোক দিবসের দিন বাঙ্গালী জাতির শোকের দিন । জাতীয় শোক দিবসের দিনে রাউজানের প্রতিটি এলাকায় মসজিদে দোয়া মাহফিল, ম›িদ্দর ও বিহারে প্রার্থনা সভার আয়োজন করা হলে ও ব্যতিক্রম ভাবে রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিন হিংগলা এলাকায় একটি পুকুরে পুকুরের মাছ চাষের ইজারাদার এরশাদ বড়শী দিয়ে মাছ শিকার করার আয়োজন করেন । শোক দিবসের দিন গতকাল ১৫ আগষ্ট রবিবার ভোর রাত হতে পুকুরে দু শতাধিক লোক বড়শীর সিট নিয়ে বড়শী দিয়ে মাছ শিকার করে। বড়শী দিয়ে মাছ শিকার করার সময়ে শোক দিবসের দিনে লোকজন আনন্দ উৎসবে মেতে উঠে। পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার কারী মোরশেদ বলেন, প্রতিটি সিট ৭ হাজার টাকা দিয়ে নিয়ে মাছ শিকার করছি। মোরশেদ আরো বলেন, পুকুরের মাছ চাষের ইজারাদার এরশাদের কাছ থেকে দক্ষিন হিংগলার বদরু পুকুরে মাছ শিকার করার জন্য বড়শী ফেলানো হয় । জাতীয় শোক দিবসের দিনে পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার করে আনন্দ উৎসবে মেতে উঠায় এলাকার লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

 

জাতীয় শোক দিবসে রাউজান পৌরসভার উদ্যোগে খাদ্য ও ত্রাণ সেলাই মেশিন, হুইল চেয়ার, উপহার সামগ্রী বিতরন

জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান পৌরসভার উদ্যোগে অসহায় দুস্থঃ পরিবারের মধ্যে সেলাই মেশিন, খাদ্য, কৃষকের মধ্যে সার ও স্প্রে মেশিন, প্রতিবন্দ্বীদের মধ্যে হুইল চেয়ার, খতিব, মুয়াজ্জিন, ভিক্ষু পুরাহিতদের মধ্যে উপহার সামগ্রী, এতিম শিক্ষার্থীদের মধ্যে খাদ্য আর্থিক সহায়তা প্রধান করা হয় । গতকাল ১৫ আগষ্ট রবিবার সকালে রাউজান পৌরসভার কার্যলয়ে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্তের সঞ্চলনায় অনুষ্টিত বিভিন্ন সামগ্রী ও খাদ্য বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, সচিব অনিল চন্দ্র ত্রিপুরা ।
ছবির ক্যাপশনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করছেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ্ব

রাউজান প্রেস ক্লাবের জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে পালিত
১৫ আগস্ট রবিবার সকালে রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধুর মূর‌্যালে পুষ্পার্ঘ্য অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন রাউজান প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, সাংবাদিক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, লোকমান আনসারী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেস ক্লাব কার্যালয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের শিকার বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।