রাউজানে রথ যাত্রা উদ্বোধন করলেন পৌর মেয়র পারভেজ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে জগন্নাথ দেবের রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার সকালে রাউজানেরর ঢেউয়াপাড়া শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে লকডাউনের পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে জগন্নাথ দেবদেবীর রথ যাত্রা অনুষ্ঠিত হয়। সেবাশ্রের নতুন নির্মিত রথে প্রথম বারের মতো জগন্নাথ দেবদেবী উঠানো হয়। নতুন রথের জগন্নাথের আগমনের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় মেয়র নব-নির্মিত রথ টেনে রথ যাত্রার উদ্বোধন করেন। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি দিলীপ কুমার চৌধুরী। সাধারণ সম্পাদক টিপু কান্তি দে’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, এস আই অজয় কুমার শীল, যুবলীগ নেতা আবু ছালেক, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা কমিটির কাজল বোস, অশোক পালিত, ধীলন মুহুরী, প্রদীপ শীল, তপন দে, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, রনজিত শীল, বিজন চৌধুরী, মিঠু চৌধুরী, ভানু শীল প্রমুখ। হিন্দু ধর্মীয় রীতি অনুসারে জগন্নাথ, বলবদ্র ও শুভেদ্রা দেবী প্রতি বছর পীসির বাড়ীতে এক সাপ্তাহের জন্য গমন করেন। সেখানে এক সাপ্তাহ পর পুনরায় জগন্নাথ দেবালয়ে উদ্যােগে ফিরতী রথে ফিরে আসে।