৫ কাট্যাগরিতে আবারো রাউজান শ্রেষ্ঠ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিশ^ জনসংখা দিবসে সেবা প্রদানের জন্য জেলা পর্যায়ে ৫ কাট্যাগরিতে আবারো রাউজান শ্রেষ্টত্ব অর্জন করছেন ।

১১ জুলাই রবিবার বিকালে বিশ^ জনসংখা দিবসে চট্টগ্রাম জেলার মধ্যে রাউজান উপজেলা শ্রেষ্ট বলে ঘোষনা করেন । রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী জানান, বিশ^ জনসংখা দিবসে চট্টগ্রাম জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে রাউজান উপজেলা শ্রেষ্টত্ব অর্জন করেন । জেলা পর্যায়ে রাউজানে শ্রেষ্টত্ব অর্জন পুরস্কার প্রাপ্তরা হলেন, রাউজান উপজেলা, গহিরা ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের উপ সহকারী কমিনিউটি মেডিকেল অফিসার নির্মল কুমার ভট্টচায্য, হলদিয়া ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র, হলদিয়া ইউনিয়ন পরিবার কল্যান পরির্দশিকা কহিনুর আকতার, গহিরা ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক ইফতেষার উদ্দিন । প্রসুতি সেবায় রাউজান উপজেলা পুর্বেই জেলা পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করেন। জেলা পর্যায়ে রাউজান উপজেলা প্রসুতি সেবা ও পরিবার কল্যান কার্যক্রমে শ্রেষ্টত্ব অর্জন করায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চেধৈুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ প্রসুতি ও দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্য সেবায় শ্রেষ্টত্ব অর্জন করায় রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান ।