মাদকের আখড়া দুই পক্ষের সংঘর্ষ আহত ৭ জন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া সেনের টেক এলাকায় কৃষি ভরাট করে উত্তর সর্তা এলাকার প্রবাসী নাসির উদ্দিন কলোনী নির্মান করে। কলোনীতে নির্মান করা ঘর ভাড়া দেয় । কলোনীর ঘর ভাড়া নিয়ে কলোনীতে বসবাসকারীরা মাদক ব্যবসা করে আসছে । কলোনীতে ভাড়ায় থাকা সাকিব ও তার বোনের জামাতা রহমত বিকট শব্দে সাইন্ড বাজালে অপর ভাড়টিয়া ফরহাদ ও সহ অন্য ভাড়াটিয়ারা সাউন্ড বন্দ্ব করার জন্য বললে সাকিব ও তার বোনের জামাতা রহমত ক্ষেপে যায় । গতকাল ৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় । এসময়ে উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে । সংঘর্ষে সাকিব,ফরহাদ নায়মা রবিউল, আশিফ, আইজান, জিশান আহত হয় । সংঘর্ষের ঘঁনার সংবাদ পেয়ে চিকদাইর পলিশ ফাড়ির এস আই লালনুন চাকমা সহ পুলিশের একটি দল ঘটঁনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন বলে চিকদাইর পুলিশ ফাড়ির এস আই লালনুন চাকমা জানান । সংর্ঘষের ঘটনার ব্যাপারে মামলা করা হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে বলে ও জানান এস আই লালনুন চাকমা। এলাকার লোকজন জানান সেনের টেক এয়াসিন শাহ কলোনী মাদকের আখড়া । কলোনীতে প্রতিনিয়ত মাদক কেনাকাটা হয় । এ বিষয়ে কলোনীর মালিক নাসির উদ্দিন বলেন, আমি প্রবাসে থাকি । কলোনীতে কোন মাদক ব্যবসা করলে তাদেরকে বের করে দেওয়া হবে ।