দোকান খোলা রাখায় ৬ হাজার টাকা জরিমানা আদায়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালে ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাউজানের দক্ষিন রাউজান এলাকার নোয়াপাড়া পথের হাট এলাকায় ও পাহাড়তলী চৌমুহনী এলাকায় চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে অভিযান পরিচালনা করেন রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন । অভিযান চলাকালে তিনজন অসহায় দরিদ্র লোককে খাদ্য সামগ্রী প্রদান করা হয় । অভিয়ান চলাকালে সড়কে চলাচল কারী সিএনজি অটোরিক্সা, কার থামিয়ে সড়কে গাড়ী চালানোর বিষয়ে চালক ও যাত্রীদের কাছে জিজ্ঞাসাবাদ করলে অধিকাংশ চালক ও যাত্রী চিকিৎসা করতে হাসপাতাল ও চিকিৎসকের কাছে গেছে জানালে তাদের ছেড়ে দেওয়া হয় । কয়েকটি সিএনজি অটোরিক্সা আটক করে নিয়ে যাওয়া হয় । অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, দোস্ত মোহাম্মদ, আবদুল নবী। অপরদিকে একই দিন বিকালে উত্তর রাউজানের আমির হাট এলাকায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পুলিশ, আনসার বাহিনীর সহায়তায় অভিযান পরিচালানা করেন । অভিযান চলাকালে বিকাল ৫ টার পর সরকারী বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, হলদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুল আলম ।