কথা ৭১ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথামালা, গুণীজন, রত্নাগর্ভা মাতা, সাদামনের মানুষ, এস.এস.সি ও এইচ.সি.সি কৃতী শিক্ষার্থী সম্মানানা এবং সাংস্কৃতিক সন্ধ্যা সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কথা ৭১ এর চেয়ারমযান নাট্যকার সজল কুমার নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও পার্বত্য উন্নয়ন বোর্ডের সদস্য বাবু সুমন বড়ুয়া। মুখ্য আলোচক ছিলেন সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া। উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্ঠা সংস্কৃতিজন স্নিগ্ধা আচার্য্য। সংবর্ধিত অতিথি ছিলেন খাগড়াছড়ি মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (পি.আর.এল) প্রফেসর মোঃ নজরুল ইসলাম, মাটিরাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার দাশ, সরকারি আশেকানিয়া ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মোজাহেরুল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ড. শুক্লা রক্ষিত, অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ ও সংস্কৃতিসেবী রবিন সাহা, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা শিমু রানী দাশ।
এতে স্বাগত বক্তব্য রাখেন কথা ৭১ এর উপদেষ্ঠা পপি দে, সুচনা বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক তাপস কুমার নাথ, শুভেচ্ছা বক্তব্য রাখেন টুটুল কর্মকার ও নিজ্জ্বল সাহা। ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ পরিষদের আহবায়ক সরন সাহা। সভায় অতিথিবৃন্দরা কেক কেটে কথা ৭১ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্ভোধন করেন। উপস্থাপিকা নিতা প্রান্থ নিতু ও অংকিতা আচার্যের যৌথ সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন রুপনা, সোমা, শান্তি, দুর্জয়, অর্ণব, জয়ন্তী, শ্রাবন্তী, পুঁজা, কথা, জয়ন্ত, হৃদিতা, সৌমেন, রাজ, দিব্য শক্তি, অর্পিতা, কৃঞ্চ, সঞ্চিতা, সংঙ্গা, শুক্লা, রিযা, অমিত, রুপা, হাসান প্রমুখ। সভার শুরুতে দলীয় থিম সঙ্গীত পরিবেশন করেন সদস্যবৃন্দ। এতে দলীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, একক সঙ্গীত, একক নৃত্য পরিবেশন করেন আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন ও কথা ৭১ এর সদস্যবৃন্দ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কথা ৭১ তার ৫ বছরের পথচলায় সাংস্কৃতিক প্রতিভা বিকশিত করার জন্য যে কর্মযজ্ঞ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার।











