চট্টগ্রামে প্যারাডাইস সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় প্যারাডাইস সুইটসে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (২৪ নভেম্বর) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।

অভিযানে প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, লেবেলিং প্রবিধান না মানা, অনিবন্ধিত পদ্ধতিতে উৎপাদন, যত্রতত্র খোলা খাবার সংরক্ষণসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। পরে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।