ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে!

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রিজার্ভ পাহাড়ের মাটি কেটে পাশ্ববর্তী ধানি জমি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন নামে এক প্রবাসীর বিরুদ্ধে। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থল থেকে মাটি কাটার সরঞ্জাম জব্দ করেছেন বলে জানা গেছে।

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বামনকাটায় ঘটে পাহাড় কাটার এমনতর ঘটনা।

অভিযোগে জানা যায়, বর্ণিত ইউনিয়নের বামনকাটা গ্রামের মৃত গোরামিয়ার পুত্র প্রবাসী শাহাব উদ্দিন সম্প্রতি প্রকাশ্যে রিজার্ভ পাহাড়ের মাটি কেটে পাশ্ববর্তী ধর্মেরছড়া গ্রামের মোজাম্মেল হক ও মৃত মাওলানা মোজাফফর আহমদের মালিকানাধীন ধানি জমি ভরাট করে দখলের চেষ্টা করছেন। একাধিকবার বাঁধা দিলে শাহাবুদ্দিন আরো বেপরোয়া হয়ে উঠে। সম্প্রতি পাহাড় কাটার বিষয়টি নাপিতখালী বনবিটকে জানানো হলে মঙ্গলবার সকালে বনবিভাগের লোকজন সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে মাটি কাটতে নিষেধ করেন। এসময় বনবিভাগের লোকজন এলাকা থেকে সটকে পড়লে ক্ষিপ্ত হয়ে পুনরায় একাধিক লোকজন দিয়ে মাটি কাটা অব্যহত রেখেছে ঐ প্রবাসী।

জমি মালিক মোজাম্মেল হক জানায়, শাহাবুদ্দিন প্রকাশ্যে পাহাড় কেটে জোর করে মাটি ভরাট করছে আমাদের ধানি জমিতে। বার বার নিষেধ করার পরও সে কারো কথা মানছেন না। এমনকি বনবিভাগের লোকজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কেটে মাটি ভরাট চালিয়ে যাচ্ছে বীরদর্পে। ঘটনাটি স্থানীয় মেম্বারকেও অবহিত করেছি।

অভিযুক্ত শাহাবুদ্দিনের সাথে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান বলেন, পাহাড়ের মাটি কাটছে বিষয়টি এমন না। তবে প্রবাসী শাহাবুদ্দিন নতুন ঘর করার জন্য বসতভিটা কেটে সামান্য নিচু করছে। পাশাপাশি ধানি জমিতে মাটি ভরাটের কথা অস্বীকার করে তিনি বলেন, যেহেতু জমি-ভিটে বাড়ির সীমানা বিরোধ রয়েছে, তাই উভয় পক্ষকে সার্ভে করার পরামর্ম দেয়া হয়েছে।

রির্জাভ পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন চন্দ্র সিং।