রাউজানে করোনায় মৃতবরনকারীদের দাফন ও সৎকার কমিটি গঠন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃতবরনকারী ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার করার জন্য দাফন ও সৎকার কমিটি গঠন করা হয় । গতকাল ৭ জুলাই বুধবার দুপুরে রাউজান পৌরসভা কার্যলয়ে রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয় । সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের দাফন ও সৎকারের জন্য এ উদ্যোগ গ্রহন করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভায় আরোবক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, গাউসিয়া কমিটির নেতা ছৈয়দ হোসেন, জিয়াউল হক রোকন, বাদশা মেম্বার, জয়নাল আবেদিন, ছাবের হোসেন নাছির উদ্দিন, সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামান নকিব, মোহাম্মদ মঈনুদ্দিন জামান চিশতী, মোহাম্মদ ইউসুফ, পূজা কমিটির নেতা অশোক পালিত, প্রদীপ শীল, তপন দে, সাজু পালিত, তপন দে, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, হারাধন বিশ্বাস, মিঠু শীল, দিলিপ দে প্রমুখ। সভা শেষে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে প্রধান সমন্বয়ক করে লাশ দাফন ও সৎকার কমিটি গঠন করা হয় ।