খাশোগি হত্যায় যু্ক্তরাষ্ট্র চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছায়নি

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যু্ক্তরাষ্ট্র এখনো কোনো চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছায়নি। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রভাবশালী পত্রিকা দি ওয়াশিংটন পোস্ট ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা শুক্রবার জানায়, খাশোগিকে হত্যা সৌদি আরবের যুবরাজ ও ‘কার্যত’ শাসক মোহাম্মদ বিন সালমানের আদেশেই হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এখনো এ হত্যায় ‘অনেক জবাব-না-পাওয়া প্রশ্ন রয়ে গেছে’।

তবে মার্কিন প্রশাসনের বিভিন্ন সূত্র সে দেশের গণমাধ্যমকে বলেছে, তারা বিশ্বাস করে খাশোগি হত্যা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমতি ছাড়া হয়নি।

সৌদি আরব এমন দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, খাশোগি হত্যার ব্যাপারে মোহাম্মদ বিন সালমান কিছু জানেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খাশোগি হত্যায় মার্কিন কর্তৃপক্ষ কাকে দায়ী মনে করে সে বিষয়ে আগামী মঙ্গলবার প্রতিবেদন হাতে পাবেন তিনি।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রথমে হত্যার কথা অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে নেয় যে, খাশোগিকে সৌদি আরবের লোকজনই হত্যা করেছে। তবে এ হত্যায় সৌদি যুবরাজের হাত নেই।