বিধি-নিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলাচলে বিধি-নিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ ৬ জুন মধ্যরাত থেক ১৬ জুন মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানো হলো।

প্রজ্ঞাপনে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে, পর্যটন স্পট, রিসোর্ট, বিনোদন কেন্দ্র বন্ধ রাখা। যেকোন ধরণের রাজনৈতিক সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান না করা ইত্যাদি।

তবে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে আন্ত:জেলা বাস চলাচল করতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।