ইয়াবা সম্রাট রাজুকে বাদ দিয়ে দমদমা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকার আবুল কালামের পুত্র ইয়াবা সম্রাট হাসান মুরাদ রাজু ইয়াবা পাচার র্স্বণ চোরাচালনের সাথে জড়িত । ইয়াবা সম্রাট রাজু ইয়াবা ব্যবসা ও স্বর্ন চোরাচালান ছাড়া ও সর্তা খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, সর্তা খালের চর থেকে মাটি কেটে মাটি বিক্রয় করতো । ইয়াবা সম্রাট রাজু রাজু উত্তর সর্ত দমদমা জামে । মসজিদের নামে ওয়াকফ করা জমি থেকে এসকেভেটার দিয়ে গভীর ভাবে মাটি খনন করে ড্রাম ট্রাক যোগে রাতে নিয়ে উত্তর সর্তা কাজী পাড়ার আবদুল মালেকের বিপুল আয়তনের কৃষি ভরাট করে দেয় ১৫ লাখ টাকা নিয়ে । সরকার ও রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর কঠোর নির্দেশনা রয়েছে কোন কৃষি জমি থেকে মাটি খনন করা যাবেনা । কোন কৃষি জমি মাটি ভরাট করা যাবেনা । সরকার ও রাউজানের সাংসদের নির্দেশনাকে উপেক্ষা করে হলদিয়ার এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ইয়াবা সম্রাট রাজু রাতে এসকেভেটার দিয়ে মসজিদের জমি থেকে মাটি খনন করে ১৫ লাখ টাকা নিয়ে উত্তর সর্তা কাজী পাড়া এলাকার আজমি থেকে আবদুল মালেকের কৃষি জমি ভরাট করে দেয় । মসজিদের জমি থেকে মাটি কেটে নিয়ে মাটি বিক্রয় করলে ও ইয়াবা সম্রাট রাজু ও তার সহযোগিদের নির্যাতনের ভয়ে কেউ মুখ খুলেনি । দমদমা জামে মসজিদ পরিচালনা কমিটিতে রাজুর মামা নাসির উদ্দিন মেম্বারকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বানিয়ে ইয়াবা সম্রাট রাজু মসজিদের জমি থেকে মাটি খনন করে আবদুল মালেকের কৃষি জমি ভরাট করে দেয় বলে এলাকার লোকজনের অভিযোগ । । মসজিদের জমি থেকে মাটি কেটে নেওয়া প্রসঙ্গে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দিন মেম্বারের কাছে জানতে চাইলে, নাসির উদ্দিন মেম্বার বলেন, মসজিদের জমি থেকে মাটি কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। আমার কাছ থেকে মসজিদের জমি থেকে মাটি কাটার কোন অনুমতি কেউ নেয়নি । আবদুল মালেক ও তার কৃষি জমি ভরাট করার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি । রাউজানের ডাবুয়ার শিল্পি মহাজন থেকে ১২ লাখ টাকা রাউজানের সাংসদের নাম দিয়ে নেয় ইয়াবা সম্রাট রাজু। ডাবুয়ার কিরন মহাজন হত্যা মামলা থেকে শিল্পি মহাজন ও তার স্বামী বিশু মহাজন থেকে বাচাঁনোর কথা বলে ইয়াবা সম্রাট রাজু ১২ লাখ টাকা নেয় । ১২ লাখ টাকা নেওয়ার পর ও মামলা থেকে অব্যাহতি না পাওয়ায় শিল্পি মহাজন ইয়াবা সম্রাট রাজু বিরুদ্বে রাউজান থানায় প্রতরনার মামলা করে। প্রতারনার মামলা দায়ের করার পর রাউজান থানার পুলিশ ইয়াবা সম্রাট রাজুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন । রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ইয়াবা সম্রাট রাজুর বিরুদ্বে প্রতরানা মামলা সহ তিনটি মামলা করে এলাকার ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা । ইয়াবা সম্রাট রাজু বর্তমানে চট্টগ্রাম জেলা কারাগারে রয়েছে । মসজিদের পরিচালনা কমিটিতে ইয়াবা সম্রাট রাজুর মামা নাসির উদ্দিন মেমম্বারকে সভাপতি করে সন্ত্রাসী রাজু মসজিদের জমি থেকে মাটি খনন করে বিক্রয় করার সংবাদ বিভিন্ন অনলাইন পোষ্টালে প্রকাশিত হয় । মসজিদের জমি থেকে ইয়াবা সম্রাট রাজু মাটি খনন করে বিক্রয় করার প্রকাশিত সংবাদ দেখে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজানের উত্তর সর্তা দমদমা জামে মসজিদের নতুন করে পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দেয় । রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে গতকাল ২৮ মে শুক্রবার জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের সর্ব সম্মতিক্রমে পুরাতন মসজিদ পরিচালনা কমিটি বাদ দিয়ে দমদমা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয় । আলহ্জা¦ দিদারুল আলমকে সভাপতি, আলহাজ¦ হাবিবুর রহমানে সহ সভাপতি মোঃ নাসির হায়দারকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দমদমা মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয় । ইয়াবা সম্রাট রাজুর বিরুদ্বে মসজিদের মাটি কাটা ছাড়া ও এলাকাবাসীর আরো অভিযোগ পওয়া যায়। অভিযোগ গুলো হলো, গত সংসদ নির্বাচনের দিনে উত্তর সর্তা এলাকার আবু তাহের সওদাগরের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে এলাকার লোকজন । এলাকার লোকজনের অভিযোগ থেকে জানা যায় উত্তর সর্তা এলাকার বাসিন্দ্বা আমির হাট বাজারের হার্ডওয়ার দোকানের মালিক আবু তাহের সওদাগের ঘরের ১১ বৎসর বয়সের গৃহকর্মী আজমাকে মারধর করার পর আজমা মারাত্বকভাবে আহত হয় । মারাত্বক আহত অবস্থায় আজমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আজমা মারা যায় । আজমাকে বহনকারী গাড়ী আটক করে ইয়াবা সম্রাট রাজু আবু তাহের সওদাগরের কাছ থেকে ২০ লাখ টাকা চাদাঁ নিয়ে আজমাকে রাউজানের উত্তর সর্তা দমদমা জামে মসজিদের পাশে আবু তাহের সওদাগরের পৈতৃক কবরস্থানে দাফন করেন । এ ব্যাপারে আবু তাহের সওদাগরের কাছে জানতে চাইলে , আবু তাহের বলেন, নোয়াখালী জেলার ১১ বৎসর বয়সের আজমাকে আমি আমার পরিবারের সদস্যরা নিজ ঘরে লালন পালন করেছি । তার পিতা ও মাতা ও তার পুনাঙ্গ ঠিকানা আমার জানা নেই । গত জাতীয় সংসদ নির্বাচনের দিনে আজমা আমার ঘরে ফাসিঁতে ঝুলে আত্নহত্যা করে। আজমার আত্নহত্যার পর পুলিশ এসে লাশ দেখে যায় । পরে আজমার লাশ দাফন করে ফেলি । আজমার লাশ ময়না তদন্ত করা হয়েছে কিনা আবু তাহের সওদাগরের কাছে জানতে চাইলে, আবু তাহের সওদাগর আজমার লাশ ময়না তদন্ত করা হয়নি বলে, জানিয়ে আজমার আত্নহত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজুকে কোন টাকা দেয়নি বলে দাবী করেন । রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর ফকির ফাড়া দারিটিলা এলাকার বাসিন্দ্বা মোঃ আবু তৈয়ব অভিযোগ করে বলেন, ইয়বা সম্্রাট রাজুর সহযোগী সন্ত্রাসী রাশেদ তার কয়েকজন সহয়োগি আমার ঘরবাড়ী ভাংচুর করে। আমার বসতভিটা দখল করে নেয় । আমাকে বেদম প্রহার করে। পরবর্তী আমার বিরুদ্বে রাশেদ বাদী হয়ে একটি মিথা মারধরের মামলা করে আমাকে পুলিশকে ধরিয়ে দেয় । গত ১৩ রমজান আামি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে আসি । ফকির পাড়া এলাকার বাসিন্দ্বা মাওলানা মফজ¦ল অভিযোগ করে বলেন, সন্ত্রাসী রাজুর সহযোগী ফারহান তার সহযোগীদের নিয়ে আমার ক্রয় করা ভিটায় ঘর নির্মান করতে দিচ্ছেনা । ঘর নির্মানের জন্য নির্মান সামগ্রী আনা হলে ও ঘর নির্মান কাজে সন্ত্রাসী ফারহান ও তাদের সহযোগীরা অস্ত্র নিয়ে গিয়ে বাধা প্রধান করায় ঘর নির্মানের কাজ করতে পারছিনা ।