ইয়াস: বরগুনার ৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের চাপে বরগুনার নদ-নদীতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে বরগুনার তালতলীতে বিভিন্ন স্থানে ৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে ২৫টি মাছের ঘেরসহ প্রায় ৭০টি পুকুরের মাছ। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার হাজার হাজার মানুষ।
মঙ্গলবার বরগুনার তালতলী উপজেলার খোট্টার চর, তেতুবাড়িয়া, নলবুনিয়া এলাকার ৫ শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পায়রা নদীর কাছাকাছি থাকায় এসব ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
খোট্টার চর এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, আমরা বেড়িবাঁধের বাইরে থাকায় আমাদের ঘরবাড়ি সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ এলাকায় প্রায় তিন শতাধিক ঘর-বাড়ি তলিয়ে গেছে পানিতে।

ঠংপাড়া এলাকার সেন্টু মিয়া বলেন, বেড়িবাঁধের বাইরে থাকায় উঁচু জোয়ার হলে আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়। জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় আমার পুকুরের প্রায় ১ লাখ টাকার মাছ ভেসে গেছে।
বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বলেন, জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপদসীমার আড়াই ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পায়রা নদীর পানি বিপদসীমার ৬ ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝূঁকিপূর্ণ রয়েছে। তিনি আরও বলেন, উঁচু জোয়ারের কারণে এসব বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এ ছাড়া উঁচু জোয়ারের কারণে বাঁধের বাইরের এলাকাগুলোও প্লাবিত হয়েছে।