চট্টগ্রাম আইন কলেজ সেশন ২০১৮-১৯ ২য় বর্ষের পুনর্মিলনী অনুষ্ঠিত হয় শুক্রবার (২১ মে ) বিকালে চট্টগ্রাম রেলওয়ে সি আর বি সিরিশ তলায় চট্টগ্রাম আইন কলেজ ২য় বর্ষের মেধাবী ছাত্রী ঈদ পূর্ণমিলনীর আহব্বায়ক, সাবিহা সুলতানা রক্সির আহব্বানে সদস্য সচিব আতিকুর রহমান ও মোহাম্মদ মিনহাজ উদ্দীন এর সমন্বয়ে এবং আব্দুর শুক্কুর রুবেল এর সঞ্চালনায় চট্টগ্রাম রেলওয়ে সি আর বি সিরিশ তলায় ঈদ পূর্ণমিলনী ও মত বিনিময় সভা জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম আইন কলেজ দ্বিতীয় বর্ষের (সেশন ২০১৮-২০১৯) শিক্ষার্থী,সাইফুল ইসলাম নোবেল,কাজী সাহারান,মনির মোহাম্মদ শেখ,মোস্তাফিজুর রহমান,সাইফুল ইসলাম, আসিফুর রহমান অনীক,জোনাইদ হাবিব চৌধুরী, রোকসানা কবির রিতা, নাহিদা সুলতানা,হাবিবা চৌধুরী মুনিরা,রেশমা হামিদ, ফারহানা জাহান,ফারজানা আক্তার কলি,শামীমা আক্তার নিলু, রেহেনা আক্তার, ফারিহা হোসেন মিতু,পূজা চক্রবর্তী,তৌফিকা শাহিন শিফা,ফারজান ইয়াসমিন তানিয়া,জেনিফার ইসলাম,মারজান আক্তার স্মৃতি সহ প্রমুখ। দীর্ঘদিন পর বন্ধুদের পরষ্পরের সঙ্গে দেখা এই মিলন মেলা আনন্দ মেলায় রূপ নেয়। এ সময় ঈদ পূর্ণমিলনীর আহব্বায়ক,চট্টগ্রাম আইন কলেজ ২য় বর্ষের ছাত্রী সাবিহা সুলতানা রক্সি আগামীতে আরো বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও পরিকল্পনার কথা জানান।উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা (দর্শক পর্ব) ও পুরষ্কার বিতরণ করা হয়।