শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্টাতা ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরন করা হয় ।
১২ মে বুধবার দুপুরে রাউজানের কোয়েপাড়া সূহৃদ সংঘ কার্যলয়ে ২শত অসহায় কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ত্রান বিতরন করা হয় । সৃহৃদ সংঘের সভাপতি ইলিয়াছ চৌধুরী বাচ্ছুর সভাপতিত্বে ইসতিয়াক হোসেন অভির সঞ্চলনায় অনুষ্টিত ত্রান বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হামিদ ভাসানী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবুল । অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আবদুল হামিদ ভাসানী পরিষদের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ন সম্পাদক সেলিম নুর । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, অর্পিত চক্রবর্তী,আলতাভ হোসেন, মামুনুর রশিদ চৌধুরী, সাহাবুউদ্দিন চৌধুরী, ওসমান চৌধুরী প্রমুখ । ত্রান বিতরন অনুষ্টানে প্রধান অতিথি মাওলানা আবদুল হামিদ ভাসানী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবুল বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্টাতা ট্রাস্টিডাঃ জাফরুল্লাহ চৌধুরী দেশের একজন গর্বিত সন্তান । মানব সেবায় তার অবদান রয়েছে । করোনার প্রাদুভাব চলাকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্টাতা ট্রাস্টি ডাঃ জাফর উল্ল্রাহ চৌধুরী দেশের বিভিন্ন এলাকায় অসহায় কর্মহীন দরিদ্র মানুষকে মানবিক সহায়তা প্রদান করে আসছে । তারই ধারবাহিকতায় রাউজানের কোয়েপাড়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্টাতা ট্রাস্টি ডাঃ জাফর উল্ল্রাহ চৌধুরীর নিজ বাড়ী এলাকায় পুর্বেই দুবার অসহায় দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন। এবার ও এলাকার দু শতাধিক পরিবারকে মানবিক সহায়তা প্রদান করছে।