মুসাফির মানে আত্মশুদ্ধি, মুসাফির মানে মানবতা

ভাসমানদের খাবার বিতরণকালে অতিথিবৃন্দ

মুসাফিরের ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অব্যহত রয়েছে। শনিবার (১০ এপ্রিল) রাতে মুসাফির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মুহাম্মদ মহরম হোসাইন এর নেতৃত্বে ৭ম দিনের খাবার বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম শামীম, সাবেক ছাত্রনেতা জাবেদুল আলম সুমন, আসকার দিঘীর পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজান, স্পিকার কাউন্সিল বাংলাদেশ সিইও ইমরান আহমেদ, সাংবাদিক আমান উল্লাহ বাদশা, শেখ মোরশেদ আলম, মুসাফিরের সদস্য আকলিমা আক্তার মনি প্রমূখ। সংক্ষিপ্ত বক্তৃতায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মুসাফির প্রচার প্রসারের জন্য কাজ করে না। কার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাস্তার ধারে পড়ে থাকা ভাসমান অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেন। মুসাফিরের সার্বিক কার্যক্রম বিবেচনা করলে দেখা যায় মুসাফিরের প্রতিটি মানুষ সুফিজম এর সাথে জড়িত। মুসাফির মানে আত্মশুদ্ধি, মুসাফির মানে মানবতা, মুসাফির মানে মানবিকতা। ভবিষ্যতে মুসাফির আরো এগিয়ে যাবে এমনটাই কামনা করেন আগত অতিথিরা। আর্তমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির উদ্যোগে‌ ভাসমান মানুষদের মাঝে চলমান খাদ্য বিতরণ কর্মসূচি হিসেবে স্টেডিয়াম এলাকা, কাজির দেউরী সিআরবি, লালখান বাজার, জুবলি রোড এলাকায় তিন শতাধিক ভাসমান অসহায় মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। প্রসঙ্গত চলমান করোনার লকডাউনে প্রতিদিনই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুসাফির শতাধিক ও অর্ধ শতাধিক ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ করছেন। ছবির ক্যাপশন: ভাসমান মানুষদের মাঝে অতিথি হিসেবে খাবার বিতরণ করছেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম শামীম সাবেক ছাত্রনেতা জাবেদুল আলম সুমন