টেকনাফে লায়লা মেম্বারের হাতে সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিনিধি::
টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির অর্থ সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ, প্রিয় চট্টগ্রাম, টেকনাফ টুডে পত্রিকার টেকনাফ প্রতিনিধি শমসু উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্জিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার লায়লা বেগম। এব্যাপারে টেকনাফ নির্বাহী অফিসার বরাবর মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।
জানা গেছে- গতকাল দুপুরে সহকর্মী সাংবাদিক শহিদ উল্লাহ ও রহমত উল্লাহকে নিয়ে শমসু উদ্দিন জম্মনিবন্ধন সনদ গ্রহণের জন্য টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে
মহিলা মেম্বার লায়লা বেগমের কাছে স্বাক্ষর নিতে গেলে তার মুখের দিকে তাকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাঁকাবকা করতে থাকে।
এসময় লায়লা বেগম মেম্বার বলেন “সাংবাদিক আমি ছিবিয়ে খায়, বেশি কথা বললে পিটিয়ে পরিষদ থেকে বের করে দেবো। সাংবাদিক হয়েছ কি হয়েছে, যা করতে পারিস করিস এবং কর্মচারী ডেকে বলতে থাকেন, “বেয়াদবটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও।
ভুক্তভোগী শমসু উদ্দিন বলেন – একজন জনপ্রতিনিধি মানুষের সাথে এমন আচরণ করতে পারে না। তার সঙ্গে আমার কোন বিরোধ নেই। এ ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ করা হবে।
এসময় অপর সহকর্মী শহিদ উল্লাহ লায়লা মেম্বারকে নিবৃত্ত করার চেষ্টা করলে “ঘাড় ধরে পরিষদ থেকে বের করে দেবো” বলে হুমকি দেয়া হয়।
ঘটনার পর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাইরে থাকা লোকজন জড়ো হয়ে সাংবাদিকদের জানান- সে খারাপ মেয়ে, ইউপি সচিবসহ পরিষদের সকল সদস্য তার কথায় উঠে আর বসে। তাই তার এত ক্ষমতা। সে যেন পরিষদের মন্ত্রী, সবার সাথে খারাপ আচরণ করে। পারলে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন।
স্থানীয়রা আরো জানান- লায়লা মেম্বার কর্তৃক করোনাকালে এনজিও’ সংস্থার অর্থ বিতরণে অন্যের টাকায় নিজে নামে ভাগ বসিয়ে টাকা আত্মসাত,  কর্মসৃজন প্রকল্পের টাকা হরিলুট, ভিজিডি’ চাউলের কার্ড বিক্রিসহ সরকারী ১০ টাকা দামের চাউল উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে।
এঘটনায় টেকনাফ ক্রাইস রিপোর্টার সোসাইটির সদস্যরা বিবৃতি দিয়ে তার অর্পকম বের করে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।