টিকা নেয়ার পর কারও কারও পার্শ্বপ্রতিক্রিয়া হলেও সবাই সুস্থ

ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা ইতিমধ্যে বাংলাদেশে প্রয়োগ করা শুরু হয়েছে। টিকা নেয়ার পর কারও কারও পার্শ্বপ্রতিক্রিয়া হলেও সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। আজ সকালে জেলায় জেলায় টিকা প্রদান শুরুর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইতিমধ্যে মাঠপর্যায়ে টিকা প্রদানের জন্য আমাদের ৯৫ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১০ই ফেব্রুয়ারি মাঠপর্যায়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, টিকার ৪ লাখ ডোজ ঢাকার জন্য বরাদ্দ দেয়া হয়েছে।