শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান

বাঁশখালী উপজেলার পুইঁছুড়ি ও পার্শ্ববর্তী ইউনিয়নের ৫ শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ(২৯ জানুয়ারী) শুক্রবার সকাল ১১টায় বাঁশখালীর পুইঁছুড়ি মকছুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুইঁছুড়ি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলতানুল গনি চৌধুরী সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পুইঁছুড়ি ও পাশ্বর্বতী ইউনিয়নের ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্টিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম,জেলা পরিষদের নির্বাহী প্রধান শাব্বির ইকবাল, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, চট্টগ্রাম জেলা পরিষদের সচিব রবিউল হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী অপু বড়ুয়া, দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আতাউল করিম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহাদত হোসেন তানজু, পুইঁছুড়ি ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ তানজিম, রাশেদা বেগম, মো: শের আলী, নাছির উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মনজুর আলম, আব্দুস সবুর, পুইঁছুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাশেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ, আমিন, শামিম, রাসেল, বাধন প্রমূখ । অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম বক্তারা বলেন, শীতকালীন সময়ে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন সচেতন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধের প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ। এই শীত মৌসুমে ও করোনা দুর্যোগে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার জন্য এলাকার বিত্তবানদেরকে এসব শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের জেলার সকল উপজেলায় উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করে থাকে সাধারন জনগনের কথা বিবেচনা করে, তারই ধারাবাহিকতায় এ কার্যক্রম ।