মুক্তিযোদ্ধা ফজলুল হক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে ইছামতীর শীতবস্ত্র বিতরণ আজ

মুক্তিযোদ্ধা ফজলুল হক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে ইছামতীর শীতবস্ত্র বিতরণ আজ ( ২৯ জানুয়ারি)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর তেত্রিশতম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহিত কর্মসূচির ধারাবাহিকতার দ্বিতীয় ধাপে রাঙ্গুনীয়ার পৌর এলাকার সামাজিক সংগঠন ইছামতী আজ ২৯ জানুয়ারি, শুক্রবার, সকাল সাড়ে ১০টায় ইছামতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্স’এ দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে আমরা করবো জয়।