চন্দনাইশে পাকা ঘর পাচ্ছেন ৭৫টি ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০’ এর আলোকে চট্টগ্রামের চন্দনাইশে পাকা ঘর পাচ্ছেন ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর ভূমিহীনদের হাতে হস্তান্তর করা হবে।

এ উপলক্ষে গতকাল (২১ জানুয়ারি) সকালে চন্দনাইশ উপজেলা কনফারেন্স হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, হাশিমপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে ৭০টি এবং বরকল ইউনিয়নে ৫টি সহ মোট ৭৫ টি ঘর ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ করা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণপ্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।