সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
দশ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। গত বছরের ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি টাইগারদের। ঘরের মাঠে ক্যারিবীয়দের স্বাগত জানিয়ে সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রত্যাবর্তনের এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হাসান মাসুদের।
করোনা বিরতির পর টেস্ট ও টি-২০ খেললেও এখন পর্যন্ত ওয়ানডে খেলা হয়নি উইন্ডিজদের। সফররত দলও বেশ অনভিজ্ঞ। স্কোয়াডের মাত্র পাঁচজন ক্রিকেটারের রয়েছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা।
দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হলেন মিডল অর্ডারের ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল। এটি তার ৩৫তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রোভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, এনক্রুমাহ বনার, চেনার হোল্ডার, আকিল হোসেন এবং আলজারি জোসেফ।