চবি উপাচার্যকে শারীরিক শিক্ষা বিভাগের সম্মাননা

নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ‘বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় চবি শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ১২ জানুয়ারি ২০২১ দুপুর ১.৩০ টায় মাননীয় উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান জালাল, জনাব সিরাজউদ্দিন মোঃ আলমগীর, জনাব মোহাম্মদ শোয়াইব এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের খন্ডকালীন শিক্ষক জনাব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের একাডেমিক শিক্ষার অন্যতম অনুষঙ্গ হলো খেলাধুলা ও শরীর চর্চা। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলায় পারদর্শীতা অর্জনে এ বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মাননীয় উপাচার্য এ বিভাগের কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধিকল্পে শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষকদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। মাননীয় উপাচার্য আরও বলেন, তাঁর বেগম রোকেয়া পদক অর্জনের গৌরব বিশ^বিদ্যালয় পরিবারের সকলের। এ পদক অর্জনে নারীদের নিয়ে কাজ করার ক্ষেত্র ছাড়াও বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে তাঁকে অধিকতর উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বিশ^বিদ্যালয় পরিচালনায় বিশ^বিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।